বালাগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১ম সভা উপজেলা সদরে মদনমোহন মার্কেটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টায় আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ-এর সভাপতিত্ব ও মোঃ শেখ আলা উদ্দিন রিপনের পরিচালনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় এজেণ্ডা সমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং বালাগঞ্জ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তাছাড়া বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রোগ মুক্তি কামনা করা হয়। একই সাথে জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
গুরুত্বপূর্ণ এ সভায় বালাগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মৃত্যু বরণকারী গেদাই মিয়া ও শহীদ সায়েম আহমদ সোহেলসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর বিশেষ নজর দেন। এ লক্ষে বালাগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দকে স্ব স্ব ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির খসড়া প্রস্তাব তিন দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে জামা প্রধানের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ কমিটির সভায় উপস্থিত ছিলেন – সিরাজুজ্জামান খান মঙ্গল, আমিনুল ইসলাম রুবেল, খলিলুর রহমান নানু, হাফিজ আব্দুল হাদী, ছালিক মিয়া, মো. আব্দুল মুনিম চেয়ারম্যান, ইউনুছ মিয়া, আজমল আলী মাসুক, নজরুল ইসলাম, তজমূল হোসেন জনি, শামীম আহমদ, সাইদুল হক সোহেল, শেখ সুহেল আহমদ বকুল প্রমুখ।
আহ্বায়ক কমিটির সকল সদস্যকে কমিটির ১ম সভায় উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ ও মতামত প্রদানের জন্য সভাপতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।