বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মাহবুব রহমানের অকাল মৃত্যুতে লেবাননে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত



লেবানন থেকে : গত রোববার (২ ডিসেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের পাশের এলাকা আইন আল রোমানীতে এস. প্রবাসী স্টোরে লেবানন প্রবাসী নোয়াখালীবাসীর আয়োজনে মাহবুব রহমান এর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ নভেম্বর) বাংলাদেশে নিজ বাড়ীতে হৃদয় রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহবুব রহমান (বাবু)। মাহবুব ১৯৯৮ সালে জীবন জীবিকার তাগিদে লেবানন এসেছিলেন এবং গত বছর স্বদেশ প্রত্যাবর্তন করে পরিবার পরিজনদের সাথে সুন্দর জীবনই কাটাচ্ছিলেন।

তাঁর নিজ জেলার লেবানন প্রবাসী আবু বকর মাহবুব রহমান এর প্রবাস জীবনের স্মৃতিচারণে কাঁন্নায় ভেঙে পড়ে বলেন, মাহবুব খুব সহজ সরল, সুন্দর ও ভাল মনের লোক ছিলেন। দীর্ঘ বছর প্রবাস জীবনে কারো সাথে কোন প্রকার দ্বিধাদন্ধ ছিলনা মাহবুব রহমানের। তাঁর একটা বড় গুণ ছিল কোন কাজে না শব্দটা উচ্চারণ করতেন না। তা যতই কঠিন কাজ হউক। যেটা মুখে বলতেন সেই কাজ সফলতার সাথে করে দেখিয়ে দিতেন।

তিনি আরো বলেন , জীবনে লেনদেন ছাড়া কেহ চলতে পারে না। দীর্ঘ প্রবাস জীবনে মাহবুবের হয়ত কারো সাথে লেনদেন থাকতে পারে। সে ভিসার জটিলতায় দেশে যাওয়ার পর আবার লেবানন আসার কথা ছিল এবং এসেও ছিল কিন্ত ভাগ্যের পরিহাস লেবানন আসার পর তিনমাস জেল খেটে বাংলাদেশে ফেরত যেতে হল। উপস্থিতি সবার উদ্দেশ্যে তিনি বলেন, কারো যদি পাওনা থাকে বলেন আমরা সামাজিকভাবে সেটির একটা ব্যবস্থা করবো। আর যদি আপনারা চান তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিতে পারেন। আপনারা হয়ত সবাই জানেন না লেবানন জেল খেটে ফেরত যাওয়ার পর তাঁর বাবা মৃত্যু হয়। তিনি নানান বিষয়ে মানবিক অসুস্থতায় ছিলেন। কিছু দিন আগেও একবার হৃদ রোগে আক্রান্ত হয়ে কিছুটা অসুস্থ ছিলেন। চলার পথে তিনি যদি কোন অন্যায় বা বেয়াদবী করে থাকেন তাহলে  আল্লাহর তরফ থেকে মাফ করে দিতে সবার প্রতি অনুরোধ জানান আবু বকর।

এ সময় উপস্থিত ছিলেন লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, নোয়াখালী প্রবাসী বাংলাদেশী এবং আইন আল রোমানী এলাকার অসংখ্য প্রবাসী।

মাহবুব রহমানের আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের আগামী ভবিষ্যত যেন সুন্দর সুখ-শান্তিময় হয় সেই কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লেবানন ইসলামিক সমাজ কল্যাণ সামাজিক সংগঠনের সভাপতি মাওলানা আবদুল মতিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!