প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী। এছাড়াও মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।
জামিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু জানান, মাহফিলের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটের আমন্ত্রণে দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী বাংলাদেশে আসছেন। তাঁহার এই সফরকালীন সময় সিলেট বিভাগের বেশ কিছু দীনি মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।