সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলন পুর ইউনিয়নের হামছাপুর গ্রামে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, কৃষিজমি সহ বিভিন্ন স্থাপনা। কৃষিজমি হারিয়ে নিঃস্ব গ্রামবাসী। এই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
তাছাড়া কুশিয়ারা নদীর তীরবর্তী হওয়ায় নদী ভাঙ্গনের তান্ডব থেকে আরো রক্ষা পায়নি পূর্ব পৈলন পুর ইউনিয়নের – পৈলন পুর, গালিম পুর, জালাল পুর, রশিদ পুর ও হামছাপুর এই গ্রামদ্বয়।
হামছাপুর গ্রামের বাসিন্দা, হামছা পুর মাকড়সী মদিনাতুল উলূম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মিছবা উদ্দীন মিছলু মুঠোফোনে জানান, কুশিয়ারা নদীর তীরবর্তী হামছাপুর গ্রামের বাসিন্দারা বহু টাকা খরচ করে বাড়ী ঘর নির্মাণ করেছেন। কিন্তু হঠাৎ করে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকেই ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। প্রতিদিনই চলছে নদী ভাঙ্গনের তান্ডব। কুশিয়ারা যেন পুরো গ্রামটিকে গ্রাস করতে চলেছে।
গ্রামবাসীর আশঙ্কা দ্রুত এই ভাঙ্গন প্রতিরোধের সঠিক ব্যবস্থা না নিলে অচিরেই এই গ্রামগুলোর পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই গ্রামের লোকজন নদী ভাঙ্গন থেকে তীরবর্তী জনপদকে রক্ষায় স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।