বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রতনপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে এলাকার অসহায় শীতার্ত লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকালে রতনপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো. আজাদ মিয়া ও মধ্যপ্রাচ্য প্রবাসী মো. জামিল আহমদের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে স্থানীয় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান পংকি। রতনপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক শুভ লস্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সুহেল বারীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক ডা. কাজল লস্কর, হাজী এমএ মালেক, মো. তারা মিয়া, মোহাম্মদ আলী গুলশের, আছকির আলী, আনহার মিয়া, প্রবাসী আব্দুল হান্নান, রতনপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ, সহ-কোষাধ্যক্ষ আবুল মিয়া, নূরুল আমিন, মাজু আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!