শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২০ জানুয়ারী লেবানন বিএনপির সম্মেলন



আগামী ২০ জানুয়ারী (রোববার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার ‘সম্মেলন – ২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে লেবানন বাংলাদেশ দূতাবাসকে দলটি আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে আহবায়ক কমিটি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা তখনকার সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাত্রা শুরু হয়। সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ঘোষণা করেন।

সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র (অর্থনৈতিক ও সমাজিক ন্যায়বিচারের অর্থে) এই ৪ মূলনীতির ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠিত হয়।

দলটির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটানো। এগুলোর ভিত্তিতে জিয়াউর রহমান তার ১৯ দফা ঘোষণা করেন। জিয়াউর রহমানের আর্দশ ও ১৯ দফা কর্মসূচীর বিশ্বাসে প্রবাসে ১৯৯৮ সালে গঠিত হয় লেবানন বিএনপি।

শুরুতে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে সংগঠনটি অনেক কষ্ট পোয়াতে হয়েছে। লেবাননে দলের সমর্থক প্রত্যেকের বসবাসের জায়গায় যেয়ে এক-এক জনকে পদ-পদবী দিয়ে দায়িত্বে সচেতন করে তোলা হয়। লেবানন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রীতিনীতি মেনে সুসংগঠিত হয় এ দলটি। এখন দলের সমর্থক ও নেতাকর্মী অনেক বেড়ে যাওয়ায় পদ-পদবীর জন্য বা কমিটি গঠনে দলটির নির্বাচন ছাড়া বিকল্প নেই। দুই বছর কমিটির মেয়াদকাল তাই এর আগেও দু- দুবার নির্বাচনে ভোটারের রায়ে লেবানন বিএনপির কমিটি গঠিত হয়।

আর এই অতীত ধারাবাহিকতায় আবারও একের অধিক প্রার্থী থাকায় আহবায়ক কমিটি নির্বাচনের সিদ্ধান্তে উপনীত হয়ে আগামী ২০ জানুয়ারী ২০১৯ ইং নির্বাচনের দিন ঘোষণা করে সব প্রস্তুতি সম্পূর্ণ করে।

এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং মফিজুল ইসলাম বাবু, সেক্রেটারী জেনারেল পদে প্রার্থী আমিনুল ইসলাম আইমান এবং মজিবর হক মজিব,সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আনিসুর রহমান আনিস এবং আব্দুল কাইউম।

আর এই নির্বাচনে দলের সমর্থক ও প্রার্থীদেরকে উৎসাহ, আনন্দ দেয়ার জন্য এবং সার্বিক পর্যবেক্ষনের জন্য বাংলাদেশ দূতাবাস, লেবাননের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছেন আহবায়ক কমিটি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!