রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান সুহেল বারী



বালাগঞ্জ উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান প্রয়াত হাজী আব্দুল বারীর পুত্র, উপজেলা যুবলীগ নেতা সুহেল বারী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন।

গত বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এদিকে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন যুবলীগ নেতা সুহেল বারী। তিনি বলেন, তার বাবা প্রয়াত হাজী আব্দুল বারীর স্মৃতিকে ধারণ করে আগামীদিনে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন