গত বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এদিকে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন যুবলীগ নেতা সুহেল বারী। তিনি বলেন, তার বাবা প্রয়াত হাজী আব্দুল বারীর স্মৃতিকে ধারণ করে আগামীদিনে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।