সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কমিউনিটি নেতা মো. আবুল মিয়ার পিতা হাজী আমরু মিয়ার ইন্তেকাল



যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়শনের সভাপতি, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট কমিউনিটি নেতা, আয়না প্রকাশনা পরিষদের উপদেষ্টা মো. আবুল মিয়ার পিতা, বালাগঞ্জ উপজেলার খাঁপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী আমরু মিয়া (৯০) আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হলে গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাঁকে হাসপাতালে নেয়া হয়।

মৃত্যুকালে তিনি ৪ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযার সময় পরবর্তীতে জানানো হবে।

এদিকে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, আয়না প্রকাশনা পরিষদের উপদেষ্টা মো. আবুল মিয়ার পিতা, প্রবীণ মুরুব্বি হাজী আমরু মিয়ার আকস্মিক মৃত্যুতে ‘আয়না’র সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু সাময়িকী আয়না পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন