পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বালাগঞ্জ উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিত খুবই কম। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০,৬৩৮ জন এবং ৩৪টি কেন্দ্রের ২০৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।