বালাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক করা হয়েছে। ২৬ মার্চ সকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা জায়গীরদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাদি, সাংগাঠনিক সম্পাদক ছালিক মিয়া, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, জায়েদ মিয়া, উপজেলা যুবদল নেতা আবুল খয়ের, সুমিম আহমদ, আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মনসুর আহমদ, শুভ লস্কর, রুজেল জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ জেল, উপজেলা ছাত্রদল নেতা নোমান আহমদ লস্কর, শফিকুর নূর, শেখ শাহজাহান আহমদ, খয়ের আহমদ প্রমুখ।