জেসমিন মনসুর: মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ৬নং একাটুনা ইউনিয়নের সমাজসেবামূলক সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে আজবধি শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী নানা উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে। তাই প্রতিবছরের ন্যায় এবার ও আসন্ন রামাদান উপলক্ষে ইউনিয়নের অসহায় ও নিডি পরিবারবর্গের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এই মহতি উদ্যোগকে সফল করতে গত ২২ এপ্রিল একাটুনাবাজারের মিয়াজান মনসুর ভবনস্থ ফাউন্ডেশনের অফিসে এক প্রস্তুতি ও পরামর্শ সভা ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সেলিম রেজা তরফদার, একাটুনা ইউপি সদস্য মনিরুল ইসলাম ইমন, শামীম আহমদ, পারভেজ আহমদ, আলিম উদ্দিন, মোহাম্মদ কামাল মনসুর, মুজিবুর রহমান মুজিব, মিফতা রহমান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ প্রমুখ সদস্যবৃন্দ।
সভা চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবারকার রামাদানে ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরণ করার এই মহতি উদ্যোগের প্রস্তুতির নানা বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেছেন। উপস্থিত সবাই এই মহতি কাজের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার পর প্রজেক্টকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয় এবং দেশে- বিদেশের সবাইকে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের প্রজেক্টে সহযোগিতা করার আহবান জানানো সহ বিস্তারিত জানানোর জন্য প্রধান সম্মন্নয়কারী মোহাম্মদ মকিস মনসুরকে +৪৪(০)৭৯৮৪০১২৪২৫ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন।
এখানে উল্লেখ্য যে, ১৯৯৫ সালের প্রতিষ্ঠার পর থেকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অনুদানে প্রতিবছর ইউনিয়নের প্রতিটি স্কুল নিয়ে প্রতিভা মেধা যাছাই প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী আয়োজন ও একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্টা সহ ইউনিয়নের উন্নয়নে ও সমাজসেবামূলক কাজে বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করার মাধ্যমে বিরাট ভৃমিকা রেখে আসছে।