র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, আস্তানার ভেতরে কেউ জীবিত নেই। অবিস্ফোরিত অবস্থায় ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
র্যাব কর্মকর্তারা ধারণা করছেন, বিস্ফোরণে ঘরে থাকা দুইজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৩টা থেকে বছিলার মেট্রো হাউজিংয়ের টিনশেড বাড়িটি ঘিরে রাখেন র্যাব সদস্যরা। সন্দেহভাজন ওই ‘জঙ্গি আস্তানার’ ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র্যাবের উপস্থিতি টের পেয়েই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়িটির টিনের চাল উড়ে যায়।
সকাল ১১টার দিকে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ সাংবাদিকদের জানান, টিনশেড বাড়িটিতে কমান্ডো অভিযান চালানো হচ্ছে। ভেতরে দু’তিন জন ছিল। বিস্ফোরণে লাশগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।