গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের একটি রেস্তুরায় বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রাহমান মফুর বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ‘বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের’ আয়োজনে এক বিজয় সমাবেশে অনুষ্ঠিত হয়। বিজয় সমাবেশে লন্ডন ও লন্ডনের বাহিরের বিভিন্ন শহর থেকে আগত নেতা-কর্মীদের ছিলো বিপুল উপস্থিতি।বিজয় সমাবেশে উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তাকুর রহমান মফুর বিপুল ভোটের ব্যবধানে চেয়াম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশের পাশাপাশি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এই বিজয়কে উপজেলাবাসীর ঐক্যবদ্ধ বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, বালাগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এমন একটি ঐতিহ্যসমৃদ্ধ উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে মোস্তাকুর রহমান মফুরের মত একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শিক রাজনীতিবিদের প্রয়োজন যা উপজেলার ভোটারগণ উলপলব্ধি করতে পেরেছেন, তাই বিপুল ভোটের ব্যবধানে তাঁকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
তিনি বিগত দিনে চার বারের ইউনিয়ন চেয়ারম্যান ও এক বারের উপজেলা চেয়ারম্যান হওয়ায় স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর রয়েছে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে এই দীর্ঘ পথচলায় তিনি ছিলেন পুরোপুরি পরিচ্ছন্ন। যা সর্বমহলে প্রশংসিত ও স্বীকৃত। তিনি সরকার কর্তৃক শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ও পুরুস্কৃত হয়েছেন।
এমন একজন পরীক্ষিত ও পরিচ্ছন্ন জনপ্রতিনিধিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যা বালাগঞ্জবাসী পেয়েছে। আমরা বিশ্বাস করি মোস্তাকুর রহমান মফুরের নেতৃত্বে আগামীর বালাগঞ্জ হবে একটি সমৃদ্ধ মডেল বালাগঞ্জ।
মোস্তাকুর রহমান মফুরের ছোট ভাই মসিউর রহমান মসনু দেশে-বিদেশে উপজেলা তথা উপজেলার বাহিরের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন একটি বড় বিজয় সম্ভব হয়েছে শুধু আপনাদের নিরলস প্রচার প্রচারণা ও প্রচেষ্ঠার ফলে। এই বিজয় আপনাদের। আপনাদের ঐক্যবদ্ধ সার্বিক প্রচেষ্ঠার ফসল। আমাদের পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ। দোয়া করবেন আগামীর সুন্দর পথচলার জন্য।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম, ইউকের আহ্বায়ক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক, আওয়ামী ফোরাম ইউকের সদস্য সচিব মিজানুর রহমান মীরু এবং বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সাবেক কোষাধ্যক্ষ যুক্তরাজ্য যুবলীগের অর্থ সম্পাদক আজাদুর রহমান আজাদ এর যৌথ পরিচালনায় ও খিজির আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান মসনু, ফজলু মিয়া, মামুন কবির চৌধুরী, কলামিষ্ট নূর মনি, এডভোকেট আব্দুল হাফিজ, কমিউনিটির প্রবীন মুরব্বি আলহাজ্ব কবির উদ্দিন, নেসার আলী সমসু, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন, বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ হান্নান, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হুসেন সুমন, রুহুল আমিন, অনলাইন নিউজ পোর্টাল সুরমা নিউজের পৃষ্ঠপোষক আব্দুল হামিদ নাছার, বদরুজ্জামান চৌধুরী, মতাহির আলী সুহেল, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েছ, যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, আবুল কাসেম, রুহেল আহমদ, ইষ্ট লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, লন্ডন মহানগর যুবলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মিছবাহুর রাহমান দোলন, নর্থ লন্ডন যুবলীগ নেতা জুবাইরুল মিটন, মজাহিদ আলী লিটন, আজম আলী, সাইস্তা মিয়া, সাইফুর রহমান, লুৎফুর রাহমান, শাহিন আহমদ, ছানা মিয়া, লিটন মিয়া, আব্দুল মালেক, আব্দুস সালাম, শেখ মবিনুল ইসলাম, জামানুর রহমান, মাসুদ আলম, আহমেদ কবির, আব্দুল কাইউম মানিক, কুহিনুর আলম, ফারুক মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।
পরিশেষে ডিনারের মাধ্যমে বিজয় সমাবেশের সমাপ্তি হয়।