সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অনৈতিক সম্পর্কের জের ধরে লেবাননে ছুরিকাঘাতে যুবক হত্যা



নিহত ফখরুল

লেবাননে কুমিল্লার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামের আব্দুল অহিদের ছেলে ফখরুলকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার করম আলী নামে আরেক লেবানন প্রবাসী বাংলাদেশি।

লেবাননের রাজধানী বৈরুতের পাশে নাভা এলাকায় ২৫মে (শুক্রবার) রাত সাড়ে ১০টায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রবাসীদের তথ্যমতে জানা যায় , লেবানন প্রবাসী নারী শ্রমকর্মী সাথী আক্তার এর সঙ্গে ঘাতক করম আলীর দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। যা লিভ টুগেদারে গড়ায়। এরপর সাথী আক্তার করম আলীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে প্রেমে পড়ে নিহত ফখরুলের এবং সম্পর্ক লিভ টুগেদারে পরিণত হয়। আর তাতেই বিপত্তি ঘটে।

ফলস্বরূপ ক্ষুব্ধ করম আলী গত শুক্রবার রাতে ছুরি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ফখরুলের সারা শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হারানো লিভ টুগেদার সঙ্গী সাথী আক্তারকে নিয়ে  রুম থেকে পালিয়ে যেতে চাইলে স্থানীয় লেবানিজরা তাকে আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করে।

অন্যদিকে আহত অবস্থায় ফখরুলকে স্থানীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মানিকগঞ্জের সিংগাইর থানার সাথী আক্তার পালিয়ে গেছে বলে জানা যায়।

এমন হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পাশাপাশি দেশটিতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। এর আগেও নারী সংক্রান্ত কারণে কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!