বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বালাগঞ্জ বাসষ্টেশনস্থ এম এ খান অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ৬৯৫ জন। ১টি নির্বাচন কেন্দ্রে ২টি বুথে মোট ৬৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। ৮টি ভোট বাতিল করা হয়।
সভাপতি ১ টি পদের জন্য মোঃ জুনেদ মিয়া ও মোঃ মাখন মিয়া নির্বাচন করেন। এই পদে মোঃ জুনেদ মিয়া ( চেয়ার) পান ৪৪৭ ভোট ও মোঃ মাখন মিয়া ( ছাতা) পান ২১৮ ভোট।
সহ-সভাপতি ২টি পদের জন্য ২ জন – মোঃ আজাদ মিয়া ও মোঃ রকিব আলী জমা দেয়ায় এ পদে নির্বাচন হয়নি।
সাধারণ সম্পাদক ১টি পদের জন্য কাওছর আহমদ কওছর ও সুমন মিয়া নির্বাচন করেন। কাওছর আহমদ কওছর ( আনারস) ৪৪৯ ভোট ও সুমন মিয়া ( চাকা) ২১৪ ভোট পান।
সহ-সাধারণ সম্পাদক ১ টি পদের জন্য ২ জন দুলু মিয়া ( ফুটবল)৩৬৮, ইব্রাহিম আলী সুজন (হাতপাখা) ২৮৪ ভোট পান।
কোষাধ্যক্ষ ১টি পদের জন্য জন্য ২ জন ম আ মুহিত ( বই)৩৬৫, মিজানুর রহমান লেচু টিউওবয়েল)২৯৬ ভোট পান।
দপ্তর সম্পাদক ১টি পদের জন্য ২ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে মনির হোসেনকে সমর্থন দিয়ে ইকবাল হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এ পদে নির্বাচন হয়নি।
সদস্য ১নং ব্লকে ৪ টি পদের মধ্য ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রশীদ আলী ( মই)২৩৭ কাওছর আহমদ ( আম) ২৩২,এনামুল হক রাবিদ( কলস)১৯৮, ফয়ছল আহমদ (ডাব) ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হতে না পারা আবু শাহজাহান ( টেবিল) ১৩৫ ভোট পান।
২নং ব্লকে ৪ টি পদের মধ্য ৫ জন বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি, মনোনয়ন প্রত্যাহারের দিন আমিনুল ইসলাম সুমন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এ পদেও আর নির্বাচন হয়নি।
উল্লেখ্য যে,বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের জন্য গত ১২ জুন তফসিল ঘোষণা করা হয়। ১৩ জুুন থেকে ১৭ জুন পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ। ১৮ জুন মনোনয়ন পত্র দাখিল।২০ জুন মনোনয়ন পত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ। ২১ জুন বাছাাই সম্পর্কিত আপিল দাখিল। ২২ জুন আপত্তির উপর শুনানী গ্রহণ ও বৈধ তালিকা প্রকাশ। ২৪জুন মনোনয়নপত্র প্রত্যাহার ও নির্বাচনী প্রতীক বরাদ্ধ। আজ ১৩ জুলাই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষিত হয়।