শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে আটকা পড়েন শত শত যাত্রী।

ট্রেনের একজন যাত্রী আরিফ জানান, সিলেট থেকে ছেড়ে আসার পর মাইজগাঁও রেলওয়ে স্টেশনের পাশের খেলার মাঠের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এ ব্যাপারে স্টেশন দায়িত্বরতদের মুঠোফোন পাওয়া না গেলেও যাত্রীরা জানান, রাত ১১ টা ৫ মিনিটে স্টেশনে প্রবেশ করার মুহুর্তে পেছনের বগির ব্রেক হেঙ্গার ভেঙ্গে গিয়ে ৪টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি ধীরগতিতে থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। সিগনাল পয়েন্ট পার হয়ে ১নং রেল লাইন দিয়ে স্টেশনে প্রবেশ করায় সারা দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!