আরব আমিরাতের আজমান শহরে গত ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণকারী বালাগঞ্জের ৩সন্তানের জনক আব্দুল জব্বার শাহানের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার (০৫ অক্টোবর) বিকাল ২টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতী করেন মাওলানা জুবায়ের আহমদ। এর আগে গত শনিবার (০৫ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহানের মৃতদেহ সিলেট পৌঁছে।
জানাজায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান শায়খে কলুমা, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, শিক্ষা সচিব মাওলানা সিকন্দর আলী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী খান, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ গভর্ণিং বডির সদস্য আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, জাগরণী যুব সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলাম ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক প্রমুখ শরিক হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জের নশিওরপুর গ্রামের মৃত রাশিদ উল্লাহর বড় পুত্র আব্দুল জব্বার শাহান গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় দিবাগত ভোর ৪টায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারে স্ত্রী, ৩ পুত্র, মা এবং ৪ ভাই ও ২ বোন রয়েছেন।
আব্দুল জব্বার শাহান মাত্র আড়াই মাস আগে আরব আমিরাত গমন করেন। সেখানে তিনি আরও দুই প্রবাসীসহ একই বাসায় থাকতেন। ঘটনার দিন ভোরে শাহান নির্ধারিত সময়ে কর্মস্থলে যাবার সময় জেগে না উঠলে অন্যরা ডেকে তাঁকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে আব্দুল জব্বার শাহানের মৃত্যুতে আমিরাতস্থ ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। শাহানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।