শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

ফেরিঘাটের দোকানদার : কাইয়ুম আব্দুল্লাহ



কবি কাইয়ুম আব্দুল্লাহ

একদা বাগানের মালী ছিলাম
রজনীগন্ধা ভারী অভিজাত ফুল
সেই ফুলের মন রাখতে কতো যে বেগ পেতে হতো!

গোলাপের হুল ফোটানো এখনো ভুলতে পারিনা…

মন এখন ফেরিঘাটের দোকানদার
সংসারের দায়ভার যদিও তাড়া করে ফেরে
তবু রমণীর হাতে চানাচুর তুলে দিয়ে পয়সা চাইতে পারিনা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!