একদা বাগানের মালী ছিলাম
রজনীগন্ধা ভারী অভিজাত ফুল
সেই ফুলের মন রাখতে কতো যে বেগ পেতে হতো!
গোলাপের হুল ফোটানো এখনো ভুলতে পারিনা…
মন এখন ফেরিঘাটের দোকানদার
সংসারের দায়ভার যদিও তাড়া করে ফেরে
তবু রমণীর হাতে চানাচুর তুলে দিয়ে পয়সা চাইতে পারিনা।
একদা বাগানের মালী ছিলাম
রজনীগন্ধা ভারী অভিজাত ফুল
সেই ফুলের মন রাখতে কতো যে বেগ পেতে হতো!
গোলাপের হুল ফোটানো এখনো ভুলতে পারিনা…
মন এখন ফেরিঘাটের দোকানদার
সংসারের দায়ভার যদিও তাড়া করে ফেরে
তবু রমণীর হাতে চানাচুর তুলে দিয়ে পয়সা চাইতে পারিনা।