কচি কচি হাতগুলো ইস্পাত ধরে বলে,
-লাইসেন্স দেখান
ইস্পাত গলে পড়ে, লাইসেন্স নাই।
তুলতুলে পাগুলো পাষাণ ঠেলে চলে
পাষাণ ভেঙে যায়,
পাষাণের ভিত নাই।
দুধমুখো খোকা বলে, মা বলেছে,-
‘বুকে গুলি নিয়ে বাড়ি ফিরবি’
গুলি ফোটে নাই।
নাবালক ছেলেমেয়ে হাত তোলে না
কচি মুখে বিনম্র ইশারায় বলে,
-গাড়ি থামান।
তালকানা পুলিশের থাকেনা হুশ
পোষাকের দাপট দিয়ে ভয় দেখায়
বন্দুকের নল থাকে আকাশের দিকে
মাটিতে বুট আটকে যায়।
রাজপথ ভরে যায় ফুলের বাগান
বাগানের মালিক বলে,
ছিঁড়বে না ফুল, সাবধান।