নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবারও ঢাকার বিভিন্ন রাস্তায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। আজ সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে তারা। বিআরটিসির বাস ছাড়া রাস্তায় অন্য কোনো বাস চলতে দেখা যাচ্ছে না। অন্যান্য যানবাহন চলাচলও কম রয়েছে। কোনো কোনো রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আজও জরুরি লেন করতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে আলাদা লেনে চলতে দেখা যায়।
আজ সকাল ১০টা ৪০ মিনিটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে জড়ো হয়। শুরুতে সেখানে ২০ জনের মতো শিক্ষার্থীকে জড়ো হতে দেখা যায়। পরে শান্তিনগর মোড়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়। গত কয়েক দিনের মতো তারা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে ও সুশৃঙ্খলভাবে যান চলাচলের ব্যবস্থা করছে।