বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

এমপি সামাদ চৌধুরীর সাথে বালাগঞ্জ আ.লীগের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়



সিলেট – ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, অনুশোচনাকারী কর্মীদের দলে রাখা আওয়ামী লীগের জন্য অশনিসংকেত, এদেরকে দলে রাখা টিক নয়। এধরনের কর্মীদের আওয়ামী লীগ থেকে বের করে দেয়া উচিত। অনুপ্রবেশকারী, সন্ত্রাসী, মাদকসেবীদের দলে কোন ধরনের সুযোগ দিবেন না। দলীয় কোন গ্রুপিং চাইনা। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা কষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মাইলফলক হয়ে কাজ করুক।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়াসহ বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল অডিটোরিয়ামে এমপি সামাদ চৌধুরীর সাথে নেতৃবৃন্দরা এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনায় অংশনেন – উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বগৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ানবাজর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ এম এ মালেক, পশ্চিমগৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমির হোসেন নুরু, বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান চৌধুরী বাছা, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর, বালাগঞ্জ সদর ইউনিয়ন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ মাহমুদ হোসেন মাছুম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ডাঃ কাজল লস্কর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, মোঃ গোলাম মোস্তফা বাচ্চু।

এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, শিক্ষক আব্দুস সাত্তার, লাল মোহন দাস নান্টু, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আইনুর আহমদ রুমন, নাজিম উদ্দিন মিলন, মোসাহিদ আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তুহিন মনসুর যুবলীগ নেতা,ইব্রাহিম আলী সুজন, মনির হোসেন মনি,ইফতখার রাকিব, জামাল আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মোঃ রুবেল আহমদ, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, হুমায়ূন আহমদ খালিছাদার, সহ প্রশাসনিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে অতিথিকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পরে ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক ও আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!