বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে হাশেম গ্রুপের কারখানায় আগুন



নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে বেশ কিছু শ্রমিক আটকা পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২)।

ছয়তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!