সাক্ষাতকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ম শেখ হাসিনা দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ দেশ গঠনের জন্য নিরলস কাজ করছেন। প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টাকে সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। সাক্ষাতকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ তাদের দায়িত্বপালনের ক্ষেত্রে সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর দিক-নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতকালে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মো. দুদু মিয়া, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল কাদির খসরু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য এসএম সাহেদ, নবগঠিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছাওর আলী ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান, ২নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, ৩নং ওয়ার্ডের সভাপতি হাজী সাইস্তা মিয়া ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, ৪নং ওয়ার্ডের সভাপতি আমিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. তুরণ মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ৭নং ওয়ার্ডের সভাপতি শেখ আবুল কালাম ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ৮নং ওয়ার্ডের সভাপতি মখদ্দছ আলী ও সাধারণ সম্পাদক ডা. নির্মল চন্দ্র এবং ৯নং ওয়ার্ডের সভাপতি মো. আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।