মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমাণ্ড বালাগঞ্জ উপজেলা শাখার ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মালিকুল ইসলামকে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ডিসেম্বর) বিকালে সিলেট জেলা পরিষদ সদস্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।
শুভেচ্ছা উপহার হস্তান্তরকালে লোকন মিয়া জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. মালিকুল ইসলামকে শুভেচ্ছা জানান। এসময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু উপস্থিত ছিলেন।