রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ আল ফালাহ সমাজকল্যাণ সংস্থার ইসলামি কনফারেন্স ২৪ নভেম্বর



বালাগঞ্জ উপজেলার আল ফালাহ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৩য় বার্ষিকী ইসলামি কনফারেন্স আগামী ২৪ নভেম্বর বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করবেন জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহর পুরের মুহাদ্দিস ও বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা আব্দুর রহমান (কলুমা)। কনফারেন্সে আলোচনা রাখবেন – হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী, ঢাকা; মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী; দারুল উলুম দেওবন্দ ভারত মাদ্রাসার সাবেক ইমাম; মাওলানা শোয়াইব আহমদ আশরাফী, ঢাকা; হাফেজ মাওলানা আব্দুল হক, যুক্তরাজ্য; মাহমুদুল হাসান ফারুকী, ঢাকা; মাওলানা রুহুল আমীন সাদী, (সাইমু সাদী) ঢাকা; মাওলানা দিলওয়ার হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক হলি আরবান প্রাইভেট লিমিটেড সিলেট; মাওলানা কামাল উদ্দিন আনসারী, হবিগঞ্জ। এছাড়াও উক্ত কনফারেন্সে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বালাগঞ্জ উপজেলার স্থানীয় আলেমরা আলোচনা রাখবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!