বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ বুধবার দুপুর থেকে ভাইরাল হয়েছে। এমনকি বেশ কয়েকটি অনলাইন পোর্টালও পহেলা ডিসেম্বর সমাবেশের কথা উল্লেখ করে নিউজ করেছে। এমন খবর মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মানবজমিনকে বলেন, ম্যাডামের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে আগামী পহেলা ডিসেম্বর কোন সমাবেশ ডাকা হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট খবর। একটা কুচক্রী মহল এমন গুজব চড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।