পেঁয়াজের চড়া মূল্যের রেশের অস্থির ভাব পুরোপুরি কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যা হতেই শুরু হয় লবণ নিয়ে লঙ্কাকাণ্ড। সোমবার সিলেট নগর ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা থেকে লবণের দাম বেড়ে যাচ্ছে এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন জেলা ও মহানগরসহ উপজেলাগুলোর ভোগ্যপণ্যের দোকানে। লবণের দাম বাড়ার এ খবর যে নিতান্তই গুজব তা আপাতত স্পষ্টই প্রতীয়মান। তবে বালাগঞ্জে পেঁয়াজ ও লবণের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ তৎপর প্রশাসন।
রাতেই ইউএনও মোঃ নাজমুস সাকিব বালাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে লবণের গুজব নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ব্যবসায়ীসহ ক্রেতাদের সচেতন করতে উপজেলা প্রশাসন ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয়, লবণের দাম বাড়েনি। যারা গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনতে প্রশাসন এবং পুলিশ তৎপর আছে।
এদিকে বিকালে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস বালাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করেছেন।