বালাগঞ্জে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের খাঁপুর শিশু বিদ্যালয় কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও সিলেট জেলা পরিষদেরসদস্য মো. লোকন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – সংবর্ধিত অতিথি ও দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সংবর্ধিত অতিথি ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, সংবর্ধিত অতিথি স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদ, সংবর্ধিত অতিথি সমাজসেবী আতাউর রহমান সুন্দর, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল, শিক্ষানুরাগী মনসুর আহমদ, কাসেম আলী, খলকু মিয়া, রুহেল আহমদ, জয়নাল আহমদ, কামাল আহমদ, তখলিছুর রহমান, রাফি হুসাইন, ফাহিম আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি বুরহান উদ্দিন, প্রধান শিক্ষক কাদির চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক শামীম আহমদ, সাবেক শিক্ষক রাহেল আহমদ, বর্তমান শিক্ষক এমজাদ মিয়া, ফাহমিদা রহমান নীলা, আমিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের সদস্য লোকন মিয়া বলেন, এলাকার উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি খাঁপুর শিশু বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার হাত সম্প্রসারিত থাকবে। এছাড়া সংবর্ধিত অতিথি ইউপি চেয়ারম্যান নামজুল আলম ও স্থানীয় সদস্য জামাল আহমদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।