সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্ত শিক্ষার্থীদের শীতবস্ত্র দেবে বালাগঞ্জ টুরিস্ট ক্লাব



সুবিধাবঞ্চিত শীতার্ত স্কুল শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বালাগঞ্জ টুরিস্ট ক্লাব। ক্লাবের অনুষ্ঠিতব্য বার্ষিক ভ্রমণ কর্মসূচি স্থগিত রেখে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত, শীতার্ত শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদানের এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোরারবাজাস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ টুরিস্ট ক্লাবের সভাপতি মো. ছালিকুর রহমান।

ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – ক্লাবের কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া টিপু, প্রচার সম্পাদক আমিনুর তুহেল, সদস্য জুবের আহমদ, নকিব হাসান অনিক, মো. আব্দুল করিম প্রমুখ।

সভায় ক্লাবের চলতি (২০১৯) সালের বার্ষিক ভ্রমণ স্থগিত রেখে সুবিধাবঞ্চিত, শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে সুবিধাবঞ্চিত, শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে বালাগঞ্জ টুরিস্ট ক্লাবের শীতবস্ত্র প্রদান কর্মসূচি সফল করতে সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!