শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সম্মিলিত মৈত্রী মঞ্চের আড্ডা অনুষ্ঠিত



বালাগঞ্জে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সম্মিলিত মৈত্রী মঞ্চের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ আড্ডা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির সভাপতি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। একাউন্ট অফিসার এ.কে কুদরত পাশা ও বালাগঞ্জ উপজেলা সমন্বয়কারী রজত চন্দ্র দাস ভুলনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুজ্জামান খাঁন মঙ্গল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক জাগির হোসেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, জাতীয় পার্টির নেতা শামীম আহমদ, ফেরদৌস রহমান লয়লুছ, সমাজসেবী আহমদ আলী, আলাউদ্দিন, কুলসুমা বেগম, সুপ্তী রাণী দাস, শিউলী আক্তার বন্যা, শামিমা বেগম, সায়রা বেগম, সুজনা আক্তার, রাশেদা বেগম, শিবলী বেগম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!