ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, হোসেন নমকি হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত দয়ামীর ইউনিয়নের হোসেন নমকি (চুনারপাড়া) গ্রামের প্রবীণ মুরুব্বি, যুক্তরাজ প্রবাসী হাজী আব্দুল বারী (৯৫) আর নেই। তিনি গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শেফিল্ড শহরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যুক্তরাজ্যস্থ দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরামের কার্যকরী কমিটির সদস্য আব্দুল ফাহিদ এর পিতা। মরহুমের জানাজা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) লন্ডন সময় দুপুর ১টা ৪০ মিনিটে শেফিল্ড শহরের স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রবীণ শিক্ষানুরাগী, সমাজকর্মী হাজী আব্দুল বারীর মৃত্যুতে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ফোরামের সভাপতি মো. আনছার উদ্দীন, সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরী এবং কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।