স্থানীয় সুত্রে জানাযায়, একই গ্রামের তখলিছ মিয়ার ছেলে রাশেদ মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায় রাশেদ ও তার সহযোগী সুজন মিয়ার সাথে থাকা ছুরি দিয়ে কামরানকে উপুর্যুপরি আঘাত করে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন কামরানকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা কামরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উপস্থিত লোকজন রাশেদ ও তার সহযোগী সুজনকে আটক করে বালাগঞ্জ থানায় হস্তান্তর করেছেন।
এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।
এ ঘটনায় আহত কামরানের ভাই মোহিম মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৪ তারিখ-২৮.০২.২০২০ইং।