শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ীদের জরিমানা



লালমনিরহাটের আদিতমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত সার বিক্রির দায়ে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷ এ সময় আদিতমারী উপজেলা কৃষি অফিসার আলীনুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম.এম জামান শাহীন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পলাশী ইউপির টুরুর বাজার নামক স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত সার বিক্রির দায়ে হাফেজ উদ্দীনকে ২০ হাজার, একই বাজারের শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা, নামুড়ী বাজারের গফুর মোল্লারকে ১০ হাজার টাকা ও মোহাদ্দেসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলার কমলাবাড়ী ইউপির কুমড়িরহাট বাজারের বিসিআইসি সার ডিলার আশরাফ আলীর লালের দোকানকে ২৫ হাজার টাকা, একই বাজারের সাইফুল ইসলামের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খবর দৈনিক রংপুর প্রতিদিনের।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!