তিনি বালাগঞ্জে পৃথক তিনটি অনুষ্টানে এ আহবান জানিয়ে বলেন- শুধু কৃষক নয় প্রতিটি ক্ষেত্রে কাজের মুল্যায়ন করতে নানামুখী প্রনােদনা ঘােষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরিপুরে কর্মহীনদের মধ্যে খাদ্য, উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা ও উপস্থিত| সবার মাঝে ৩০০ পিস আনারস বিতরন করেন।
তিনি আজ ১৪ এপ্রিল মঙ্গলবার বালাগঞ্জ উপজেলায় ৩ টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যােগ দেন। বালাগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা বিতরনের আনুষ্ঠানিক ভাবে ১০০ জন কৃষকের মাঝে উফশী আউশ প্রনােদনা উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মােঃ মােস্তাকুর রহমান মফুর , বালাগঞ্জ ইউএনও দেবাংশু কুমার সিংহ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মােঃ সুমন মিয়া , বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান , বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মােঃ এম এ মতিন , বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মােঃ আব্দুল মুনিম , এমপি’র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মােঃ নাসির উদ্দিন, এডভােকেট সুশীল চন্দ্র দাস, গােবিন্দ দাস সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
প্রথমে তিনি পূর্বগৌরিপুরের হাড়িয়ারগাঁও এ কর্মহীনদের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করেন। পরে উপজেলা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা এবং ৩ শ আনারস ক্রয় করে সবার মাঝে বিলি করেন।
এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মােঃ সুমন মিয়া জানান- উপজেলায় মােট কৃষক ১২৮০ জন, প্রতি কৃষক পাবে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার।
আজ একশজন কৃষকদের মধ্যে তা বিতরন করা হয় । পর্যায়ক্রমে বাকী কৃষকদের মধ্যে তা বিতরন করা হবে।