শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সরকারকে সহযােগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব : এমপি সামাদ চৌধুরী



এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন- করােনা মােকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যপক কর্মসুচী গ্রহন করেছেন। জনগনকে সরকারি নির্দেশাবলী মেনে চলার আহবান জানান। সরকারকে সহযােগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। গােটা বিশ্ব আজ করােনাভাইরাসের আক্রমনে আতংকিত হয়ে দিনাতিপাত করছে। আমরা সবাই সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের কার্যক্রম বাস্তবায়নে সহযােগিতা করি।

তিনি বালাগঞ্জে পৃথক তিনটি অনুষ্টানে এ আহবান জানিয়ে বলেন- শুধু কৃষক নয় প্রতিটি ক্ষেত্রে কাজের মুল্যায়ন করতে নানামুখী প্রনােদনা ঘােষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরিপুরে কর্মহীনদের মধ্যে খাদ্য, উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা ও উপস্থিত| সবার মাঝে ৩০০ পিস আনারস বিতরন করেন।

তিনি আজ ১৪ এপ্রিল মঙ্গলবার বালাগঞ্জ উপজেলায় ৩ টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যােগ দেন। বালাগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা বিতরনের আনুষ্ঠানিক ভাবে ১০০ জন কৃষকের মাঝে উফশী আউশ প্রনােদনা উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মােঃ মােস্তাকুর রহমান মফুর , বালাগঞ্জ ইউএনও দেবাংশু কুমার সিংহ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মােঃ সুমন মিয়া , বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান , বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মােঃ এম এ মতিন , বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মােঃ আব্দুল মুনিম , এমপি’র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মােঃ নাসির উদ্দিন, এডভােকেট সুশীল চন্দ্র দাস, গােবিন্দ দাস সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

প্রথমে তিনি পূর্বগৌরিপুরের হাড়িয়ারগাঁও এ কর্মহীনদের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করেন। পরে উপজেলা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদের মধ্যে কৃষি প্রনােদনা এবং ৩ শ আনারস ক্রয় করে সবার মাঝে বিলি করেন।

এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মােঃ সুমন মিয়া জানান- উপজেলায় মােট কৃষক ১২৮০ জন, প্রতি কৃষক পাবে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার।

আজ একশজন কৃষকদের মধ্যে তা বিতরন করা হয় । পর্যায়ক্রমে বাকী কৃষকদের মধ্যে তা বিতরন করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!