বালাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে ১শত বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বালাগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়াসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দপ্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকীতে বৃক্ষরোপনে উপজেলায় কৃষক-কৃষাণীদের প্রেরণা প্রদানের মাধ্যমে এ চারা রোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়। অফিসের পক্ষ হতে ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে এবং উপজেলা প্রাঙ্গনে একটি বকুল ফুল গাছ রোপন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় সম্পর্কে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হওয়ায় এমনটা হয়েছে। আগামীতে তা মনে রেখে কাজ করা হবে।