সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গেছে, উপজেলার বড়চর গ্রামের সৌদি প্রবাসী রাজা মিয়ার বাড়িতে পাশ্ববর্তী বাড়ির ওই কিশোরী (১৫) গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। রাজা মিয়া গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল আড়াইটার দিকে তার নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর গত রোববার বিকালে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য তুরণ মিয়া এবং বালাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। অভিযোগ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ওইদিন রাজা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে তাকে আটক করে।
এদিকে গৃহপরিচারিকাকে ধর্ষণ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গতকাল সোমবার বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর -০৭, তারিখ, ২৮ সেপ্টেম্বর ২০২০। এ ব্যাপারে আলাপকালে থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত অভিযুক্ত এবং ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।