রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট-এর অনুদান প্রদান



ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার এলাকার সুবিধাবঞ্চিত, অসুস্থ, অস্বচ্ছল মানুষের কল্যাণে গঠিত যুক্তরাজ্যস্থ ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে স্থানীয় এক মাদ্র্রাসা শিক্ষককে গৃহনির্মাণের জন্য ৫০হাজার টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের স্থানীয় খন্দকার বাজারে তাকে এ অনুদান হস্তান্তর করা হয়। যুক্তরাজ্যস্থ ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র পক্ষ থেকে প্রদত্ত এ অনুদান হস্তান্তর করেন ট্রাস্ট’র স্থানীয় প্রতিনিধি মুকিত মিয়া, ডা. আব্দুল জলিল, নাঈম খান, ইমদাদ হোসেন ইমন।

উল্লেখ, ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গত বছর ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়। ইতোমধ্যে গত বছর করোনাভাইরাস-জনিত কারণে কর্মহীন, অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রায় ১০লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন, খন্দকার বাজার এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার জন্য এ ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের নেতৃবৃন্দ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!