বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও মহিলা মাদ্রাসার ১০ম বার্ষিক মাহফিল আগামী শনিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল চলবে। মাহফিলে সভাপতিত্ব করবেন সুলতানপুর দ্বি-পাক্ষিক মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী ও বনগাঁও মহিলার মাদরাসার মুহতামিম নোমানুল হক চৌধুরী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ, ঢাকা। বিশেষ অতিথির বক্তৃতা করবেন – ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ঢাকা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করবেন – মাওলানা শায়খ আব্দুল মতিন ধনপুরী, মাওলানা আব্দুর রহমান শায়খে কলুমা, মাওলানা নূরুল ইসলাম পীর বারইগ্রাম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল্লাহ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আজিজুর রহমান আনসারী এবং তালতলা আজিজপুর মাদ্রাসার মুহতামি হাফিজ আজিজুর রহমান।