আনিসুল আলম নাহিদ, সিলেট থেকে : ‘বই পড়ি, জ্ঞান অর্জন করি’ শ্লোগানে উজ্জীবিত রাজীব স্মৃতি গ্রন্থাগার (দেওয়ান বাজার, গহরপুর, বালাগঞ্জ, সিলেট) থেকে ২০২১ সালে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি বর্ণিল প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ জন্য মহান স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ এবং সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিচারণ, গান-ছড়া, কবিতা, গল্প, দূর্লভ ছবি, কমিকস ইত্যাদি আহ্বান করা হয়েছে। একই সাথে এই ব্যয়বহুল প্রকাশনার জন্য সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা বিনীতভাবে কামনা করা হয়েছে। আগ্রহীদের anisulnahid2001@gmail.com এই ইমেইলে লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠিত তরুণ ও প্রবীণ লেখক,সাংবাদিক, গবেষক, কবি, রাজনীতিবিদসহ অনেকেই এই প্রকশনার জন্য লেখা পাঠাতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।