মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফেঞ্চুগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় ধাপে স্থায়ী আবাসন নির্মাণ করা হচ্ছে। উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ৩ টি পরিবারে জন্য পাকা ঘর নির্মাণের কাজ চলছে!
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসের তত্ববধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্লোগানে মুজিববর্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে জমি আছে ঘর নাই প্রকল্পের মাধ্যমে ঘিলাছড়া ইউনিয়ন ৩ টি ঘরের কাজে অনিয়মের অভিযােগ উঠেছে।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় ঘর তৈরিতে ব্যবহৃত ইটগুলাে নিম্নমানের- যা ঘরের দেয়ালে ব্যবহার হচ্ছে, মাটির মতাে নরম ইট দিয়ে গাঁথুনি করা হচ্ছে বলে অভিযােগ করেছেন ঘর প্রত্যাশী ও স্থানীয়রা। সেই সঙ্গে তারা জানান- সামান্য সিমেন্টের সঙ্গে বালির পরিবর্তে বাগানের মাটি ব্যবহার করা হচ্ছে। সিমেন্টের পরিমাণ অল্প, কোনােমতে একটি ছােট রড দিয়ে মাড়ল আটকানাে হচ্ছে, যা মােটেও নিয়মের মধ্যে পড়ে না! নতুন ঘরপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জানা যায়- ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের বিশেষ আগ্রহে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার নাথ কে ঘিলাছড়ার এই তিন ঘর নির্মাণে দায়িত্ব প্রদান করা হয়।
চ
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন- জড়িতরা চায় কোনােমতে ঘর দাঁড় করাতে, পরবর্তীতে কী হবে তা যেন তাদের দেখার বিষয় নয়! ভিটি মাটি দিয়ে তৈরি এসব ঘরের কাজে ব্যবহার করা হচ্ছে বাজে ইট+, কম সিমেন্ট ও বালি দিয়ে।
আরো জানা যায়- টিকাদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার ভয়ে ঘর পাপ্তরা ও এলাকাবাসী এবং স্থানীয় ইউপি সদস্য কয়সর মেম্বার ভয়ে কথা বলছেন না!





