সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ



ফাইল ছবি

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা দেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। সব মিলিয়ে এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!