রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত



সাদেকুর রহমান বাবু, নকলা (শেরপুর) থেকে : গত বৃহস্পতিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন – সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।

এই সময় জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুশফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!