বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুরের হামছাপুরে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে কামরুল হাসান (১৭) নামে একজন নিহত হয়েছেন। এতে দুইজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এই সংঘর্ষ হয়।
সূত্রে জানা যায়, স্থানীয় একজনের বাড়ির সামনে গ্রামের লতিফ উল্লাহর ছেলে সুরত আলী (২৮) ও নিহতের খালা জায়েদা বেগম তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সুরত আলী জায়েদা বেগমকে অকথ্য ভাষা ব্যবহার করলে নিহত কামরুল হাসান প্রতিবাদ করেন। তাঁরপর নিহতের বড় ভাই এমরান মিয়াসহ আশপাশ লোকজন মিমাংসার চেষ্টা করেন। সংঘর্ষের পর পরই কামরুল হাসান নিখোঁজ হয়। খুঁজাখুঁজির ২ঘন্টা পর পানিতে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। নিহত কামরুল হাসান (১৭) উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান বলেন, সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সত্যতা পাওয়া যায়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে লাশ পোস্টমর্টেম শেষে বালাগঞ্জ নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।