কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তিন জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শনিবার কুয়েত সময় দুপুর রাত ১ টার দিকে কৃষি কর্মে নিয়ােজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশিদের দেশের বাড়ি সিলেট বিভাগের।
খুরশিদ আলী ( ৪৮ ) জেলা সিলেট , উপজেলা গােয়াইনঘাট, গ্রাম বাঘবাড়ী।
কামাল উদ্দিন ( ৫১ ) জেলা মৌলভীবাজার , উপজেলা জুড়ি , গ্রাম মাগুরা।
মােহাম্মদ ইসলাম ( ৩২ ) জেলা সিলেট , উপজেলা কানাইঘাট , গ্রাম বাটিভারা ফইত ।
কুয়েতে কৃষি খাতে তারা দীর্ঘদিন কাজ করছিল। দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে- গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মােহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মােহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়ােজনীয় সহযােগিতার আশ্বাস দেন ।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ এর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল কুয়েত রাজধানী সিটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গিয়ে দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।