বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমার বিভিন্ন বিদ্যালয়ে চারা বিতরণ



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় দক্ষিণ সুরমায় বিভিন্ন বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষকবৃন্দ গাছের চারা তুলে দেন। বৃক্ষ চারা শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাড়ি আঙিনায় চারা রোপন করবেন।

এ উপলক্ষে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সহযোগী সদস্য সাংবাদিক শরীফ আহমদ, সহকারী প্রধান শিক্ষক রিফুল আলম, সহকারী শিক্ষক সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, মাওলানা জিলান আহমদ, ছমির চন্দ্র দাস, শিক্ষক ওয়ারিছ আলী ও সুহেল আহমদ- প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!