বালাগঞ্জে ২০২১-২২ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় প্রায় ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলার মাইজাইল হাওরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পোনা অবমুক্ত করা হয়।
মাইজাইল হাওর তীরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক আহসান হাসিব খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম তুহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন, জাহিদুল ইসলামসহ বালাগঞ্জ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের উপকারভোগীগণ।