বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থীর মনোনয়ন দাখিল



বালাগঞ্জে চেয়ারম্যান পদে ৬ ইউনিয়নে ২১ জন প্রার্থী তাঁদের নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার ৬টি ইউনিয়ন হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬জনসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ২১জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার তিনটি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার ( ১৭ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়ে পূর্ব পৈলনপুর ও বোয়ালজুড় ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা কৃষিবিদ সুমন মিয়া জানান, মনোনয়ন দাখিলের দিন থেকে শুরু করে এ পর্যন্ত ওই দুই ইউনিয়নে সাত জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্ব গৌরীপুর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উৎপল চক্রবর্তী। তিনি জানান, ওই ইউনিয়নে আজ শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন পাঁচ জন। দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর ও বালাগঞ্জ সদর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সোহরাব আহমেদ। তিনি জানান, তিনটি ইউনিয়নে আজ শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন ৯ জন। নির্বাচন কর্মকর্তারা জানান, বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সব প্রার্থী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রোববার নির্ধারিত সময় বিকাল ৫টার পর কোনো প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়নি। মনোনয়ন দিতে হাজারো জনতার ভীড় পরিলক্ষিত হয়। এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, মনোনয়ন জমা দিতে এসে নির্বাচনী আচরণবিধি লংঘন হয়নি। বালাগঞ্জ নির্বাচন কমিশন তাঁর নিরপেক্ষতা প্রমান করতে পেরেছে।

মনোনয়নপত্র জমা দিয়েছেন যাঁরা:
১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মিছবাহ উদ্দিন মিছলু, স্বতন্ত্রপ্রার্থী মো. নজরুল ইসলাম, মো. আব্দুল মতিন (বর্তমান চেয়ারম্যান), মো. মারুফ মিয়া।
২নং বোয়ালজুড় ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনহার মিয়া, স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া।
৩নং দেওয়ানবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী – ছহুল এ মুনিম, স্বতন্ত্রপ্রার্থী নাজমুল আলম।
৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- মো. আমিরুল ইসলাম মধু, স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান, আব্দুল মুকিত শরীফ, মুশাহিদ শিকদার, মুজিবুল রহমান আতাশ।
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী – মো. জুনেদ মিয়া, স্বতন্ত্রপ্রার্থী মো. আব্দুল মুনিম।
৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিমাংশু রঞ্জন দাস, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আওলাদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, তামিমুল করিম হৃদয় ও আব্দুল মতিন।

উল্লেখ্য,  ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১১ নভেম্বর বালাগঞ্জের ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বালাগঞ্জের সবকটি ইউনিয়নে ভোটের আমেজ  পরিলক্ষিত হচ্ছে।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!