রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

হযরত কনাই শাহ্ (রহ.) এঁর ওফাত দিবস আজ



হযরত কনাই শাহ্ (রহ.) এঁর মাজার। দয়ামীর বাজার, ওসমানীনগর।

হযরত কনাই শাহ্ (রহ.)। যাঁর জীবনের অধিকাংশ সময়ই মা’বূদের ধ্যান ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। তাঁহার স্বীয়কর্মে দেশ বিদেশের অসংখ্য মানুষের মনে চিরস্মরনীয় এবং অমর হয়ে আছেন তিনি। আজ সোমবার (১৬ কার্তিক) হযরত কনাই (রহ.) এর ওফাত দিবস। ওফাত দিবস যথাযথভাবে পালনের লক্ষে বালাগঞ্জের শিওরখাল গ্রামের নিজ বাড়ীতে যথারীতি এবারও তাঁহার পারিবারিক উদ্যোগে দিবারাত্রির বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে। তবে এবার মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণসহ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত পরিসরে পালন করা হবে। এছাড়াও ওসমানীনগরের দয়ামীর বাজারে কনাই শাহ্ (রহ.) মাজার মসজিদে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জানা যায়, হযরত কনাই শাহ্ (রহ.) মানুষের কাছে ছিলেন একজন ওলি। কারো কাছে তিনি আল্লাহর অন্যতম যুগশ্রেষ্ঠ অলি, কারো কাছে শহরকুতুব, আবার কারো কাছে মাজ্জুব ওলী, আধ্যাত্মিক সাধক, ফকির-দরবেশ হিসেবে আখ্যায়িত। এই ওলি জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন মহান আল্লাহ তায়ালার ধ্যান এবং মানুষের কল্যাণে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!