বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে প্রবীণ মুরুব্বি হাজী আব্দুর রশিদের দাফন সম্পন্ন



সিলেট জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক, খন্দকার বাজারের ব্যবসায়ী মুরশেদ আহমদের পিতা বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম নশিওরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশিদ এর দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার (১৩ নভেম্বর) বিকাল ২টায় স্থানীয় খন্দকার বাজারের পূর্বের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, নবনির্বাচিত ইউপি সদস্য বাবরু মিয়া, প্রবীণ মুরুব্বি আব্দুল জলিল, মাওলানা সিকন্দর আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী আব্দুল শাহাদত রুকন, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, সেলিম আহমদ, মুহিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী শরিক হন।

উল্লেখ্য, হাজী আব্দুর রশিদ শনিবার (১৩ নভেম্বর) রাত ২টা ৪০মিনিটে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০বছর।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!