বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চতুর্থবারের মতো বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, চতুর্থবারের মতো বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলাম। মহান আল্লাহতালার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বোয়ালজুড় ইউনিয়নের সম্মানিত ভোটারদের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে তাদের পবিত্র আমানত আমার উপর ন্যস্ত করে পুনরায় আমাকে বিজয়ী করেছেন।
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আমার সকল বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের যারা নৌকাকে বিজয়ী করতে ঘরেঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, প্রতিটি গণসংযোগ, উঠান বৈঠক এবং পথসভা ও জনসভায় উপস্থিত থেকে নির্বাচনী কর্মযজ্ঞ সফল করেছেন।
পাশাপাশি দেশের বাহিরে থেকেও যারা আমার জন্য কাজ করেছেন, সার্বক্ষণিক যোগাযোগসহ নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, বোয়ালজুড় ইউনিয়নবাসী ও নির্বাচনী কাজে জড়িত প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানান।